আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে মেটা।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূলপ্রতিষ্ঠান মেটা এ বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে সহিংসতার ঘটনার প্রশংসা করায় ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয় মেটা কর্তৃপক্ষ। বছর দুয়েকের মাথায় তা ফেরত পেলেও কিছু নিষেধাজ্ঞা ছিল অ্যাকাউন্টগুলোর ওপর।
মন্তব্য করুনঃ