• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৪:৩১ (02-May-2024)
  • - ৩৩° সে:

বিটিএস গায়ক ভিকে হয়রানি, তরুণী গ্রেপ্তার


রবিবার ২৯শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:০৮



বিটিএস গায়ক ভিকে হয়রানি, তরুণী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড তারকা 'ভি'। জনপ্রিয় ব্যান্ড বিটিএসের গায়ক ‘ভি’ কে হয়রানির অভিযোগ উঠেছে। এই অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত এই তরুণী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই তরুণী আগেও ‘ভি’ কে হয়রানি করেছে। 

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ‘ভি’র বাসার নিচে অপেক্ষা করছিলেন এই তরুণী। পরে লিফটে তাকে অনুসরণ করেন এবং জোর করে তার বাসায় ঢোকার চেষ্টা করেন। 

এক পর্যায়ে সেই তরুণী পালিয়ে যায়। পরে পুলিশ, সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করে। 

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।’ 

গতমাসের ৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন ‘ভি’। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় জায়গা করে নিয়েছিল। 

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে 'অর্ডার অফ কালচারাল মেরিট পুরস্কার' অর্জন করেছেন 'ভি'। কোরিয়ার সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তার যে অবদান, তারই সম্মানিক এই পদক! পাশাপাশি, তার প্রতিভাকে সম্মান জানিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফাও! কোরিয়ার পপস্টারদের মধ্যে 'ভি' ই একমাত্র ব্যক্তি, যার ছবি ফুটে উঠেছিল বিশ্বের উচ্চতম বাড়ির গায়ে!

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ