• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মাদারীপুরে ময়লার স্তূপে মিললো নবজাতক


রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:৩৮



মাদারীপুরে ময়লার স্তূপে মিললো নবজাতক

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

মাদারীপুর পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে পথচারী ও স্থানীয়রা মিলে পৌরসভা এলাকার একটি চায়ের দোকানের পাশে ময়লার স্তূপ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সাথী আক্তার নামে এক গৃহিণী সকালে তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় পৌরসভা সংলগ্ন এলাকার একটি চায়ের দোকানের পাশে ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। তখন কয়েকজন মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করা আছে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। প্রথম পর্যায়ে শিশুটির হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীকে শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->