চ্যানেল এস ডেস্ক:
সিলেটের হবিগঞ্জে প্রাণের চিপস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩নং ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা না গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে পুলিশও।
মন্তব্য করুনঃ