• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:৩৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:৩৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

হবিগঞ্জে বসতঘরে আগুন, ঘুমন্ত পুলিশ সদস্যের মৃত্যু


মঙ্গলবার ৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৩৫



হবিগঞ্জে বসতঘরে আগুন, ঘুমন্ত পুলিশ সদস্যের মৃত্যু

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ শহরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও তিন সদস্য।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের ২নং পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি টিনশেট ঘরে ভাড়া থাকতেন ৫ পুলিশ সদস্য। গতকাল একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। আজ ভোরে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় তালাবদ্ধ ঘর থেকে আগুনে পোড়া রুবেল মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ব্যাপারে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->