বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার(৮ জানুয়ারী) মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপী হওয়ায় রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বাংলাদেশ ব্যাংকের তালিকায় একজন ঋন খেলাপী। সে কারনে নির্বাচনী আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি মনোনয়ন বাতিল আদেশের বিরুদ্ধে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, আমি নিজে ঋণ খেলাপী ছিলাম না, আমার অজান্তে মেসার্স দেলোয়ার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক আমাকে তার ঋণের জামিনদার করেছিলেন। তবে ঋণ খেলাপী বিষয়টি জানার সাথে সাথে সেই ঋণ পরিশোধ করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।
ঘোষিত তফশিল অনুযায়ী ১৫ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
মন্তব্য করুনঃ