• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:৫৭:২১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৬:৪৯ পিএম, ২৭ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু


রবিবার ২৭শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৪৯



ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মাসুদর রহমান, তার স্ত্রী ও মেয়ে।

রোববার (২৭ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী সড়কের পল্লিবিদ্যুৎ বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। বিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মাসুদর রহমানের স্ত্রী। মুমূর্ষু অবস্থায় মাসুদর রহমান ও তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক বাস চালক।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->