• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৩:৪৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

১০:০১ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
বাণিজ্য
সারাদেশ
জেলার খবর
অর্থনীতি

বরগুনা থেকে ঢাকাগামী দুরপাল্লার বাস ধর্মঘট


বুধবার ২১শে সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:০১



বরগুনা থেকে ঢাকাগামী দুরপাল্লার বাস ধর্মঘট

ফাইল ছবি

দ্বিতীয় দিনের মতো চলছে বরগুনা থেকে ঢাকাগামী দুরপাল্লার বাস ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।

বরিশালের রূপাতলী বাস-মিনিবাস মালিক গ্রুপের চাঁদাবাজি থেকে মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকে বরগুনা জেলা দুরপাল্লা যাত্রীবাহি পরিবহন পরিচালনা কমিটি। সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, ১২ বছর ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল করে। ঢাকা থেকে বরগুনায় যাতায়াতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগতো। পদ্মা সেতু চালুর পর তা নেমে আসে পাঁচ ঘণ্টায়। কিন্তু রুট পারমিট না থাকার অজুহাতে বাকেরগঞ্জে ১২ আগস্ট থেকে এ পথে চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের রুপাতলী বাস, মিনিবাস মালিক ও শ্রমিকরা। একই সাথে পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ তাদের। তার প্রেক্ষিতে হঠাৎ এই ধর্মঘটে দুর্ভোগে দূরের যাত্রীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->