• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ দুপুর ১২:২৬:৩৩ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

০৪:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত


শনিবার ১৫ই জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৩



বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ২০ বছর পর বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বরগুনার সিরাজ উদ্দিন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আব্দুর রশিদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও সংসদ সদস্য সুলতানা নাদিরাসহ অন্যান্য নেতারা। সম্মেলন সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহমেদ স্বপন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->