বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ৬৫০ জন আদিবাসী ও ছিন্নমূল শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(৭ জানুয়ারী) দুপুরে “জয় বাংলা এওয়ার্ড” প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন 'আইপজিটিভ' এর উদ্যোগে উপজেলার বৈরচুনা উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 'কমার্শিয়াল ব্যাংক অফ সিলন' ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিরপুর প্লান্টের কর্মকর্তাদের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, কমার্সিয়াল ব্যাংক অব সিলন এর কর্পোরেট ব্রাঞ্চের প্রধান সহকারী তারেক জাহিদ, আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, প্রতিষ্ঠাকালীন সদস্য হাফিজ আহমেদ ও আইপজিটিভ এর সভাপতি মাহমুদুল হাসান মিলন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বছর অন্যান্য স্থানে আরো ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ।
মন্তব্য করুনঃ