পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ চতুর্থ দিনে নিখোঁজ অন্তত ৪ জনকে উদ্ধারে চলছে অভিযান।
সকালে তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটির ৫ সদস্য দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়া ও মৃতদের পরিবারকে সহায়তায় সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে জেলা প্রশাসক প্রতিবেদন দেয়ার জন্য আরও ৩ দিনের সময় মঞ্জুর করেন। এদিকে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের সন্ধানে নদী পাড়ে থামছেই না স্বজনদের আহাজারি।
মন্তব্য করুনঃ