• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫০:১০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ দুপুর ০২:১৭



চট্টগ্রাম ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট ফাঁড়িতে হামলা করে ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে হানিফকে ভাটিয়ারি থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকায় হানিফকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। তাকে গ্রেফতারের পর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হানিফকে ছিনিয়ে নিয়ে যায় তার হিজড়া বাহিনী। এ সময় মাদক কারবারি হানিফের বোন হিজড়া নাজমা আক্তার নাজু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে কাদের গুলিতে নাজমা মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চান্দগাঁও থানায় মাদক কারবারি হানিফ, দেলোয়ারসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে মৌলভীবাজারের ৯ নম্বর পোল এলাকায় হানিফের মাদকের আস্তানায় অভিযান চালিয়ে তিন হিজড়াসহ আটজনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->