আব্দুর রউফ, পঞ্চগড় প্রতিনিধি :
নাট্যদল ভুমিজ এর আয়োজনে পঞ্চগড়ের তেতুলিয়ায় দুই দিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(৭ জানুয়ারী) সকালে মহানন্দা নদীতীরে মহানন্দা পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তেঁতুলিয়া ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। মুক্তিযুদ্ধ যাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি।
উৎসবের প্রথমদিন শনিবার সন্ধ্যায় ভূমিজের নাটক ‘পাখিদের বৈঠক, রোববার রচনা, চিত্রাংকন ও ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুনঃ