• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৬:২১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশুস্বর্গের শীতবস্ত্র বিতরণ


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২৭



তেঁতুলিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশুস্বর্গের শীতবস্ত্র বিতরণ

শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

আহসান হাবিব, তেঁতুলিয়া প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ ও জাবিয়ান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার দর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনেমেলা অনুষ্ঠিত হয়।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহম্মেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->