• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ সকাল ০৯:৫১:২৫ (06-Jan-2025)
  • - ৩৩° সে:

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর


বৃহঃস্পতিবার ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৩:০৩



বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

রাঙ্গামাটির কাউখালিতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অংচশিং মারমা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চার নম্বর কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারমা ওই গ্রামের আমেশি মারমার ছেলে ছেলে। স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানান, অংচশিং মারমা এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে আজ পাশের গ্রামের লোকের বাড়িতে রঙের কাজ করতে যায়। কাজ করা অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউখালি উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ নাসির জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এ কিশোরকে হাসপাতালে আনা হলে আমরা চেকাপ করে দেখে মৃত ঘোষণা করি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->