• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:০৩:৫০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

ঊষাতন তালুকদারের প্রার্থিতা প্রত্যাহার


শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪২



ঊষাতন তালুকদারের প্রার্থিতা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ঊষাতন তালুকদার বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিন্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।” 

দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। 

শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। 

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। এরপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে চূড়ান্ত প্রার্থীরা প্রচারে নামবেন। আগামী ৭ জানুয়ারি ভোট। 

আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিন্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।” 

রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন, তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে রয়েছেন চার জন প্রার্থী।” 

ঊষাতন সরে যাওয়ায় রাঙামাটিতে ভোটের মাঠে রইলেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান। 

২০১৪ সালে দশম নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছিলেন ঊষাতন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->