• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:০৮:৫০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে পিতা-পুত্র নিহত


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:৪৩



কাপ্তাইয়ে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে পিতা-পুত্র নিহত

আহত সখিনা বেগম

রিপন মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কুড়িয়ে আনা ও পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে পিতা-পুত্র নিহত হয়েছে।

রোববার(৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মো: ইসমাইল মিয়া ও তার ৭ বছরের শিশুপুত্র মো. রিফাত। এঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগম গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, ইসমাইল মিয়া। কাপ্তাইয়ের জীবতলী এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড কুড়িয়ে বাড়িতে এনে সেটি চুলার পাশে রাখেন। পরে চুলার আগুনে গরম হয়ে তা বিষ্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল মিয়া ও তার ছেলে। আহত হনসখিনা বেগম। পরে আহত সখিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কাপ্তাই থানা পুলিশ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->