• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:৫৩:৩৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান


শনিবার ২রা ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৮



রাঙামাটিতে অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। শনিবার (২ ডিসেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

এক সূত্রে থেকে জানা যায়, রন চাকমার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি সকাল সকাল হওয়ার কারণে কোনো দোকানি তাদের মালামাল বের করতে পারেনি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তারা আরও জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা বিনতে আমিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->