• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪২:৪১ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

তেজগাঁওয়ে সারানো হলো লাইনচ্যুত যমুনার বগি


বুধবার ১৭ই এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৬



তেজগাঁওয়ে সারানো হলো লাইনচ্যুত যমুনার বগি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে লাইনচ্যুত হওয়া ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে ফেলা হয়। পরে সকাল ১০টা নাগাদ ওই লাইন রেল চলাচল স্বাভাবিক হয়।  

সরেজমিন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে রেল কর্তৃপক্ষের কেউ কথা বলেনি। 

এর আগে একই দিন সকাল সাড়ে আটটার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর তেজগাঁ স্টেশন পার হওয়ার পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে রেল চলাচল করানো হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ