• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৪২:১৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

১২:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি


মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:১৬



দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি

ঘন কুয়াশায় আচ্ছাদিত তেতুলিয়া

চ্যানেল এস ডেস্ক :

কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শীতে দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষজন। এদিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়দের মতে, পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলেছে। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হচ্ছে।

তাদের মতে এবার অনেক বেশি ঠান্ডা পড়ছে। শীতবস্ত্রের অভাবে কাজ করতে খুব কষ্ট হয় বলেও জানান তারা। তবে পরিবারের সদস্যদের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য এই শীত উপেক্ষা করেও কাজ করতে হচ্ছে তাদের।

পরিবহ শ্রমিকদের মতে ভোর থেকে ঘন কুয়াশা থাকায় যাত্রীরা বাড়ি থেকে বের হচ্ছে কম। এতে যাত্রীও কম পাওয়া যাচ্ছে। ফলে কমে গেছে আয়ও।

এদিকে গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->