• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১১:১১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:৩৩ পিএম, ২০ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

পার্বতীপুরে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর লক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠান


বৃহঃস্পতিবার ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩



পার্বতীপুরে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর লক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠান

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর লক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক ও উপ-সচিব ড. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুরের পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমাদুল হাসান, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ অন্যান্যরা। এসময় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা বর্ননা করেন। পরে অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->