চ্যানেল এস ডেস্ক:
দিনাজপুরের পার্বতীপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ষাড় বাছুর, ভেড়া ও হাস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে শনিবার বেলা ১২টায় পৌর অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, ভ্যাটেরিনারী সার্জন আতিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬২৫ জনের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য করুনঃ