• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ব্যবসায়ীর মৃত্যু


সোমবার ১৯শে জুন ২০২৩ দুপুর ০১:৪২



পঞ্চগড়ে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক :

পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদীতে মাছ মারতে গিয়ে বর্জ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকি পাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত নজিবদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন পাথর ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে যান ইউসুফ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে কাছে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->