• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৭:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

০১:০৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
দুর্ঘটনা

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জনে; উদ্ধার অভিযান চলছে


মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর ২০২২ রাত ০১:০৮



পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জনে; উদ্ধার অভিযান চলছে

ফাইল ছবি

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকালে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে ২৫ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে ভাটি অংশের ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালানো হয়। জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার ৫০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার দুপুরে উপজেলার আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

এদিকে পঞ্চগড়ের করতোয়া নদীর পাড়ে এখন বইছে শোকের মাতম। একদিকে স্বজন হারানোর শোকে স্তব্ধ পরিবার, অন্যদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা মানুষের আর্তনাদে করতোয়া নদীর আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। অর্ধশতাধিক নিখোঁজের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল। মৃত্যু মিছিলে কেবলই যোগ হচ্ছে এককেকটি নিথর দেহ। হৃদয়বিদায়ক এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->