• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১২:৩৬ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বিএনপি নেতা গয়েশ্বর সত্য বলেননি: রেলপথমন্ত্রী


শনিবার ৩১শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:৩৩



বিএনপি নেতা গয়েশ্বর সত্য বলেননি: রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন

আব্দুর রউফ, পঞ্চগড় প্রতিনিধি :

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সত্য কথা বলেননি বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।

শুক্রবার(৩০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিহত বিএনপি নেতা আরিফিনের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলে অংশ নিতে গেলে পুলিশের গুলিতে আরিফিন নিহত হন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২৮ ডিসেম্বর আরিফিনের স্বজনদের সাথে সাক্ষাত শেষে তিনি এ অভিযোগ করেন।

গয়েশ্বরের এ অভিযোগ সত্য নয় উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, আরিফিন পুলিশের গুলিতে মারা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আরিফিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আরিফিনের বাড়িতে সমবেদনা জানানো সময় রেলপথ মন্ত্রীর সাথে বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->