মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার নববধূ বন্যা রানী রায়কে সঙ্গে নিয়ে নদী পার হচ্ছিলেন হিমালয় চন্দ্র রায়। নৌকায় মানুষের ভিড়ে বন্যার হাত ধরেই ছিলেন হিমালয়। মাঝনদীতে নৌকাডুবিতে তলিয়ে যান তাঁরা। এ সময় অন্য একজনের ধাক্কায় হিমালয়ের হাত থেকে ছুটে যান বন্যা। উদ্ধারকারীদের সহায়তায় বন্যা রানী পাড়ে উঠতে পারলেও হারিয়ে যান হিমালয়। আজ বুধবার সকাল পর্যন্তও মেলেনি হিমালয়ের খোঁজ। স্বামীকে হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে শয্যাশায়ী বন্যা রানী।
হিমালয় চন্দ্র রায়ের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের খালপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বীরেন্দ্র নাথ রায়ের ছেলে। আজ সকাল নয়টার দিকে গিয়ে দেখা যায়, বাড়িতে স্বজনদের ভিড়। নববধূ বন্যা শয্যাশায়ী। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হিমালয়ের মা-বাবা। ঘরের বারান্দায় বসে বিলাপ করছেন তাঁরা। যেকোনো মূল্যে নদীতে ডুবে যাওয়া ছেলেকে ফিরে পেতে চান তাঁরা।
দিনাজপুর সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হিমালয়। গত ৩ আগস্ট পার্শ্ববর্তী ঝলইশালশিরি ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার রবীন চন্দ্র রায়ের মেয়ে বন্যার সঙ্গে বিয়ে হয় হিমালয়ের। বন্যা এবার এইচএসসি পাস করেছেন।
মন্তব্য করুনঃ