• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৬:৪৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৪:১৭ পিএম, ১৩ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মানিক মিয়া নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু


বৃহঃস্পতিবার ১৩ই জুলাই ২০২৩ বিকাল ০৪:১৭



দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মানিক মিয়া নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মানিক মিয়া নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে নয় টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের মোবারকপুর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থেকে পার্বতীপুর অভিম‚খে মালবাহী একটি ট্রেন আসছিলো। মানিক ওই লেভেল ক্রসিংয়ে দৌড়ে পার হওয়ার সময় ট্রেন দেখে রেল লাইনে বসে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মানিক ফুলবাড়ী উপজেলার পশ্চিম গগরী পাড়া গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়দের দাবী লেভেল ক্রসিংয়ে গেট না থাকায় প্রতিনিয়তই ঘটছে দ‚র্ঘটনা। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->