• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০২:১৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে যুবকের ২ বছরের কারাদণ্ড


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫৯



পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে যুবকের ২ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক সেবনের দায়ে জুয়েল (২৪) নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক জুয়েল ওই এলাকার আ. গফুরের ছেলে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় জুয়েল মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->