চ্যানেল এস ডেস্ক :
দিনাজপুর শহরের একটি বাড়ি থেকে কেয়ারটেকার দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(৬ জানুয়ারী) সকালে শহরের লিলির মোড় এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে কতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতের কোন এক সময় তারা হত্যাকান্ডের শিকার হতে পারেন বলে ধারনা করছে স্থানীয়রা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মজিবর রহমান(৬৫)এবং তাঁর স্ত্রী সুরাইয়া বেগম(৪৫)। গত ১
দীর্ঘদিন ধরে শহরের “ফাতেমা বীথি” নামের ওই বাসা দেখাশুনা করতেন তারা।
পুলিশ জানায়, বাড়ির মালিক নীলুফার রহমান ঢাকায় থাকেন। মজিবর-সুরাইয়া দম্পতি ওই বাসা দেখা শুনা করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরী সেবা নাম্বারে ফোন করে বাসার মালিক জানান তার বাসায় কেয়ারটেকারকে খুন করা হয়েছে। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। টিনশেড ঘরের একটি কক্ষে মজিবর রহমানকে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় সুরাইয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছিলো।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম বলেন, কতোয়ালি পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করাসহ লাশের সুরতহাল করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুনঃ