• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৫:১২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু


শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০২



১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ছবি সংগ্রহীত

টানা ১০ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা বন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ১০ দিন বন্ধের পর শনিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। তবে আমদানি-রপ্তানিকারকদের উপস্থিতি কম।

বন্দর সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল উভয় দেশের ব্যবসায়ী, বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম জানান, দশ দিন বন্ধ থাকার পর শনিবার স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে, তবে চাপ কম। রোববার থেকে পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->