• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:০৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

হিলিতে দুদিনের কর্মবিরতিতে সিএন্ডএফ এজেন্ট


সোমবার ৩০শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৫১



হিলিতে দুদিনের কর্মবিরতিতে সিএন্ডএফ এজেন্ট

ফাইল ছবি

মফস্বল ডেস্ক :

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্স বিধিমালা ২০২০ সংশোধন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সারাদেশের স্থলবন্দরে দুইদিনের কর্মবিরতি পালনের ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার দুইদিনের কর্মবিরতি পালন চলছে।

জামিল হোসেন চলন্ত বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম চলছে। এসময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পণ্য ছাড় করা হবে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->