• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০১:২৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে শীতের তীব্রতায় কদর বেড়েছে শীতবস্ত্রের


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:০৮



ফুলবাড়ীতে শীতের তীব্রতায় কদর বেড়েছে শীতবস্ত্রের

শীতবস্ত্রের দোকান।

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি : 

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতের তিব্রতা যতই বৃদ্ধি পাচ্ছে, ততই কদর বাড়ছে শীতবস্ত্রের। বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাতের দোকনগুলোতে ভীড় করছে বিভিন্ন শ্রেনীর শীতার্ত মানুষ। তবে ক্রেতাদের এমন ভিড়কে উপভোগই করছেন বিক্রেতারা। বেশী বিক্রি ও বেশী লাভ হওয়ায় হাসি ফুটেছে ভাসমান দোকানীদের মুখেও। 

জেলা জুড়ে গত ৫দিন যাবৎ সূর্য্যের দেখা না পাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে নিন্ম ও মধ্যম আয়ের নানা বয়সের মানুষ ও শিশুরা। বাধ্য হয়ে শীত নিবারণে তারা ছুটছেন শীতবস্ত্রের দোকানে। ফুটপাতের দোকান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে শীতবস্ত্র বিক্রি।

মোঃ জসিম উদ্দিন নামে এক ক্রেতা বলেন, শীতের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় কোনভাবেই আগের কাপড় দিয়ে শীত নিবরাণ করা যাচ্ছে না। তাই সহনীয় দামে শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে এসেছেন তিনি। একই কথা বলেছেন কাটাবাড়ী গ্রামের বাদল প্রামানিক ও জাহাঙ্গীর হোসেন সহ অনেকে।

এদিকে শীতবস্ত্র বিক্রেতা মোঃ রাজ্জাক মিয়া সহ অনেক ব্যবসায়ী বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন ঠান্ডা কিছুদিন স্থায়ী হলে ব্যবসা আরো ভালো হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ