আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে ইউসুফ ইমরান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১২ জানুয়ারী) রাত পৌনে ১১ টার সময় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ইমরান ওই গ্রামের আলীর ছেলে।
বসতঘরে সৃষ্ট অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ইমরান নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে ইমরানের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে আগুনের সূত্রপাত নির্ণয়ের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন।
মন্তব্য করুনঃ