• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ


বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:২৩



ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ছবি : সংগৃহীত

মফস্বল ডেস্ক : 

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি একদিনের জন্য বন্ধ রয়েছে। বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক রয়েছে।

বন্দরের বে-সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার শ্যানাল জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->