ঘোড়াঘাট প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
রবিবার গভীর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক শিলন মিয়া(৪০) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশ-আড়া গ্রামের সিরাজ শেখের ছেলে। ট্রাকের হেলপার সাইফুল ইসলাম(২২) একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ।
পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুনঃ