• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ ভোর ০৫:১৪:০৩ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে শিশু নিহত


সোমবার ১৯শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৪১



আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে  শিশু নিহত

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

কুমিল্লায় আর্জেন্টিনার জয় উদযাপনে আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাড়ীয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামাল। নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

 লালমাই হাইওয়ে থানা পুলিশ জানায়, আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করার সময় খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আন্তর (২৩) ও জিহাদ (২২)। 

পুলিশ আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->