• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:২৫:০৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫৭



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় নিহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, নিহত সঞ্জয়ের স্ত্রী বীথি রানী দে, বাবা দুলাল প্রামাণিক, ভাই সম্পদ প্রামাণিকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ও এলাকাবাসীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা অবিলম্বে সঞ্জয় কুমার প্রামাণিক হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->