• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:১২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:৩৮ পিএম, ২০ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধন


বৃহঃস্পতিবার ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮



লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে রেল বন্ধ করে দিতে চেয়েছিল এবং আন্দোলনের নামে রেলে আগুন দিয়েছিল। কিন্তু তারা আবার যদি রেলে আগুন দেয়, তবে ছেঁকে ছেঁকে ধরে শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লাকসাম থেকে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এউপলক্ষে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম এবং রেল মন্ত্রণালয়ের সচিব ডক্টর হুমায়ুন কবীরসহ অনেকে। এসময় সংসদ সদস্য নাছিমুল হক নজরুল, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম এবং পুলিশ সুপার আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->