চ্যানেল এস ডেস্ক :
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর ফের চালু করার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।স্থানীয়দের দাবী অনুযায়ী স্থলবন্দরটি ফের চালুর আশ্বাস দেন তিনি।
রোববার (১৮ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
স্থানীয়রা জানায়, ১৯৮৮ সালের বন্যায় ধরলা নদীর ওপর রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দরটি গুরুত্ব হারায়। এক পর্যায়ে ১৯৯৫ সালে এটি বন্ধ হয়ে যায়।লালমনিরহাট সীমান্তের ভারত অংশে ধরলা নদীর ওপর একটি ব্রিজ স্থাপন করা হলেই মোগলহাট স্থলবন্দর ফের চালু করা সম্ভব বলে মনে করছেন তারা।ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে নতুন দুয়ার উন্মোচন করতে লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন ধরে মোগলহাট স্থলবন্দর চালুর দাবি জানিয়ে আসছিল।
মন্তব্য করুনঃ