নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মানিক ওরফে পিচ্চি মানিক ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে। নিহত মানিকের নামেও হত্যা মামলা রয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, রাতে মানিককে বিচারের কথা বলে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ফোনে ডেকে আনা হয়। এরপর তাকে হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে বাবু নামে তার বন্ধু বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকা-ে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। ঘাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মন্তব্য করুনঃ