• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৭:২১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বৃহঃস্পতিবার ২৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:২৬



বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-র উদ্যোগে কেরু চিনিকলে গুনগত মান সম্পন্ন বীজ আখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রোগমুক্ত ও পরিচ্ছন্ন বীজ আখ উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়। এবং উক্ত বীজ আখ রোপন করলে চাষীদের আখের ফলন আশানুরূপ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বুধবার সকাল ১০টায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্স সভাকক্ষে কেরু এন্ড কোম্পপানীর ব্যবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: শামসুর রহমান, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, বিএসআরআই এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো: জামাল উদ্দীন, ঈশ্বরদী কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ত্ব) মো: ওমর খৈয়াম, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (সম্প্রসারন) মাহবুবুর রহমান, উপব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ ও ঋণ) মো: আবু তালহা প্রমুখ। সঞ্চালনা করেন বিএসআরআই ঈশ্বরদী কেন্দ্রের  বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ত্ব) তাসফিকুর রহমান আপন। কেরু চিনিকলের কৃষি বিভাগের সকল কর্মকর্তা, ইক্ষু উন্নয়ন সহকারীবৃন্দ ও ইক্ষু ক্রয়কেন্দ্রের ইনচার্জগন কর্মশালায় অংশগ্রহন করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->